শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। দীর্ঘদিন পর কুড়ি ওভারের ক্রিকেটে ফিরছেন আহমেদ শেহজাদ ও উমর আকমল।তিন বছর পর ক্রিকেটের ছোট সংস্করণে ফিরছেন আকমল। ২০১৬ সালে কোচ মিকি আর্থারের সঙ্গে বিবাদে জড়িয়ে জায়গা হারান এই ব্যাটসম্যান। একই সঙ্গে ১০ লাখ রুপি জরিমানার পাশাপাশি তিন ম্যাচ নিষিদ্ধ হন তিনি। এরপর গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে শেষবার পাকিস্তানের জার্সি পরেন তিনি।
শেহজাদের টি-টোয়েন্টি দলে ফেরা ১৬ মাস পর। গত বছরের জুনে স্কটল্যান্ডের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচের পর আর পরা হয়নি জাতীয় দলের জার্সি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ ছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান।
২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টি খেলা ইফতিখার আহমেদ ডাক পেয়েছেন। ওই ম্যাচে একাদশে থাকলেও বল কিংবা ব্যাট করতে পারেননি তিনি। এই বছর কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা না পাওয়া ফাহিম আশরাফও দলে ফিরেছেন।
আগামী শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। শেষ দুই ম্যাচ হবে একই মাঠে ৭ ও ৯ অক্টোবর।
টি-টোয়েন্টি দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম (সহ অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসিফ আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান শিনওয়ারি, ওয়াহব রিয়াজ।
Leave a Reply