চলমান বিশ্বকাপের দুর্দান্ত কাটছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এদিকে বিশ্বকাপ চলাকালীন সময়ই সুখবর পেয়েছেন সাকিব। দল পেয়েছেন কানাডার গ্লোভাল লিগে। তাই বিশ্বকাপের পরের সপ্তাহে কানাডায় অনুষ্ঠিতব্য গ্লোবাল লিগে অংশ নিবেন সাকিব।
কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্রাম্পটন উলভস দলে ভিড়িয়েছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে।গত ২০ জুন অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির আগামী আসরের নিলাম। নিলামে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করে ব্রাম্পটন ওলভস।
গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিতে চলেছেন। ইতিপূর্বে টুর্নামেন্টটির একটি আসর মাঠে গড়িয়েছে। গত বছর অর্থাৎ ২০১৮ সালে অনুষ্ঠিত প্রথম আসরের শিরোপা জেতে ভ্যানকুবার নাইটস।
সেবার আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। ক্রিকেট উইন্ডিজ বি টিম বদলে এবার অংশ নেবে ব্রাম্পটন ওলভস। আর সেই দলের হয়েই খেলবেন সাকিব। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রাম্পটনেই।
সাকিবের দলে রয়েছেন আরেক তারকা ক্রিকেটার কলিন মুনরো। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন চলমান বিশ্বকাপে আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করা ফিল সিমন্স।
সাকিবের দলে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি, পেসার ওয়াহাব রিয়াজ ও সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামিরা। তবে দলের নেতৃত্বের ভার থাকবে সাকিবের হাতে এমনটাই শোনা যাচ্ছে!
গ্লোবাল টি-২০ তে সাকিবের ব্রাম্পটন উলভসের পূর্ণাঙ্গ স্কোয়াড: সাকিব আল হাসান(অধিনায়ক), কলিন মুনরো, আব্রাশ খান, আন্দ্রে ফ্লেচার, আরমান কাপুর, বাবর হায়াৎ, ড্যারেন স্যামি, ফয়সাল জামখান্ডি, জর্জ মুন্সী, লেন্ডল সিমন্স, নবাব সিং, নিতীশ কুমার, রোহান মুস্তফা, শহীদ আফ্রিদি, টাইমিল প্যাটেল, ওয়াহাব রিয়াজ ও জাহুর খান।
Leave a Reply